Ticker

6/recent/ticker-posts

বহুব্রীহি সমাস - ০২

 বহুব্রীহি সমাস

 বহুব্রীহি সমাস ৮ প্রকার। যথা:

১। সমানাধিকরণ বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়ে যে সমাস হয়, তাকেই সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। 

                   বিশেষণ + বিশেষ্য 

                           অথবা 

                  বিশেষ্য + বিশেষণ


   যেমন: নীল কন্ঠ যার = নীলকন্ঠ। এখানে- নীল (বিশেষণ) কন্ঠ (বিশেষ্য)


আরো উদহারণ: কালোবরণ, পীতাম্বর, নীলাম্বর, উচ্চশির, খোশমেজাজ, পোড়াকপালে, হৃতসর্বস্ব, জবরদস্তি, সুশীল, সুশ্রী, বদবখ্ত, কমবখ্ত, অন্যমনস্ক, সুকন্ঠ, ইঁচড়েপাকা


২। ব্যধিকরণ বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে। 

                  বিশেষ্য + বিশেষ্য


   যেমন: বীণা পানিতে যার = বীণাপানি।

           শূল পানিতে যার = শূলপানি                        কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব

           অশ্রু মুখ যার = অশ্রুমুখী                            অন্য মন যার = অন্যমনা


আরো উদাহরণ: ক্ষণজন্মা, খড়গহস্ত, বিয়োগান্ত, কর্ণফুলী, চশমা-নাকে, চুড়ি-হাতে, ছাতা-হাতে,


মনে রাখতে হবে, (পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়।)

যেমন- দুই কান কাটা যার = দু কানকাটা। বোঁটা খসেছে যার = বোঁটাখসা। 


আরো উদাহরণ: ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা




Post a Comment

0 Comments